Header Ads

ব্রেকিং নিউজ

চিকুনগুনিয়া হলে কি কি সমস্যা হতে পারে ও এর চিকিৎসা জানতে পড়ুন



Health365tip
চিকুনগুনিয়ার জ্বরের প্রভাবে পলি আর্থ্রাইটিস।
পলি আর্থ্রাইটিস এক ধরণের আর্থ্রাইটিস। এই অসুখ সব বয়সের মানুষদের মধ্যেই হতে পারে। একসাথে শরীরের মোট ৫/৬টি জয়েন্টে ব্যাথা হলে মনে করবেনএটি পলি আর্থ্রাইটিস।

পলি আর্থ্রাইটিস লক্ষণ ও কারণ:

 পলি আর্থ্রাইটিসের অন্যতম কারণ হল চিকুনগুনিয়া । চিকুনগুনিয়ার জ্বরের প্রভাবে হতে পারে পলি আর্থ্রাইটিস । এছাড়া ও কিছু ভাইরাল ইনফেকশনের কারণেও পলি আর্থ্রাইটিস হতে পারে।

পলি আর্থ্রাইটিসের ফলে গাঁটে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। এর ফলে ওজন কমে যাওয়া এবং জ্বরও দেখা দেয়, জ্বরের মাত্রা ১০৩-১০৪ডিগ্রী ফা: হতে পারে, এটি ৪/৫ দিন স্থায়ী হয়। শরীরে বিভিন্ন ধরনের র‍্যাশ দেখা দিতে পারে। আবার গলা ব্যাথার প্রকোপও হতে পারে।

 পলি আর্থ্রাইটিসের চিকিৎসা:

 পলি আর্থ্রাইটিসের ফলে গাঁটে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। এর জন্য ব্যাথা কমানোর ওষুধ এবং অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিসিন যেমন Tab. Aceclofenac100 mg ১টি করে রোজ ২বার অথবা,Tab Naproxen500mg ৭দিন সকাল রাত খাওয়া যেতে পারে।সাথে অবশ্যই গ্যাষ্ট্রিকের ঔষধ প্রাপ্ত বয়স্করা খাবেন। অপ্রাপ্তবয়স্করা শুধু Paracetamol খেতে পারে এবং সাপ্লিমেন্ট এই যন্ত্রণা কমাতে সাহায্য করে।

No comments

Thanks comments