কোষ্ঠকাঠিন্য বা Constipation ভোগার দিন শেষ!!!
![]() |
Health365tip |
প্রতিকার
কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পেতে
১> বাংলাদেশে ইসবগুল বা ভূসি ১ গ্লাস পানিতে ভিজিয়ে চিনি বা গুড়সহ নিয়মিত খালি পেটে সেবন করলে কোষ্ঠকাঠিন্য দূর হবে।
২> বেলের সরবতও উপকারী। ৩০-৩৫ গ্রাম পাকা বেলের শাঁস প্রতিবারে ১ গ্লাস পানিতে শরবত তৈরী করে দিনে ২ বার সেবন করতে হয়। এভাবে কমপক্ষে ৫-১০ দিন বেলের সরবাত পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
৩>উপরের নিয়ম পালন করতে না পারলে নিচের নিয়ম মেনে চললে ১০০% আপনার কুষ্ঠকাঠিন্য দূর হবে।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ২ গ্লাস কুসম গরম পানি পান করবেন। রাতে শোবার আগে ১গ্লাস কুসুম গরম পানি পান করবেন নিয়মিত, দেখবেন কুষ্ঠকাঠিন্যের সমস্যা আর থাকবেনা।
No comments
Thanks comments