আমলকি ফলে এত রোগ সারে!!
![]() |
Health366tip |
১. শরীরে ভিটামিন সি এর ঘাটতি মেটাতে আমলকি একান্ত প্রয়োজন। ভিটামিন সি এর অভাবে যেসব রোগ হয়, যেমন - স্কার্ভি, মেয়েদের লিউকরিয়া, অর্শ প্রভৃতি রোগে আমলকি খেলে উপকার পাওয়া যায়।
২.হার্টের রোগীরা আমলকি খেলে ধরফরানি কমবে। টাটকা আমলকি ঘন ঘন প্রস্রাব হওয়া বন্ধ করে, পেটের রোগ দূর করে।
৩. আমলকি খেলে মুখে রুচি বাড়ে।এছাড়া পেটের পীড়া, সর্দি, কাশি ও রক্তশুন্যতার জন্যও খুবই উপকারী।
৪. পিত্ত সংক্রান্ত যেকোনো রোগে আমলকির সাথে সামান্য মধু মিশিয়ে খেলে উপকার হয়।
৫. নিয়মিত ২টি করে আমলকি খেলে চোখের দৃষ্টিশক্তি ঠিক থাকে। আমলকি খিদে বাড়ায়, শরীর ঠান্ডা রাখে।
Physical fitness for teenage health
ReplyDeletePhysical fitness for teenage health
Physical fitness for teenage health
Physical fitness for teenage health
Physical fitness for teenage health
Physical fitness for teenage health