Header Ads

ব্রেকিং নিউজ

হোমিও চিকিৎসায় স্বপ্নদোষ সমাধান নিয়ে আলোকপাত।

হোমিও চিকিৎসায় স্বপ্নদোষ সমাধান স্বপ্নদোষ (Nocturnal Pollution) এটা ধাতু দুর্বলতা এবং বীর্য ক্ষরণে একটি লক্ষন মাত্র রাত্রে ঘুমে স্বপ্ন দেখে বীর্য়পাত হয়ে থাকে। অতিরিক্ত স্তীসহবাস হস্তমৈথুন এর প্রাধান কারন স্বপ্নদোষ লক্ষণটি আজকাল যুবকদের মধ্যে প্রায় দেখা যায় এতে দেহের শ্রীবৃদ্ধির হানি হয়। বুদ্বিবৃত্তি ক্ষীন, স্তৃতিশক্তির হ্রাস, শারিরিক ও মানসিক শক্তির অভাব। দেহ জীর্ন, শীর্ন, লাবণ্যহীন, চোখের চারদিকে কালি পরে, মাথাঘোরা, ক্ষুধাহীনতা, বিষণ্নতা, উদাসীনতা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। চলুন এবার আসা যাক রোগ লক্ষন অনোযায়ী ঔষধ সেবন (Sing and symptoms) স্বপ্নদোষ ফলপ্রদ ঔষধ। ক্ষুধাহীনতা,আলস্য, বার বার লিঙ্গ উত্তেজনা স্বপ্নে বীর্যপাত ( চায়না শক্তি ৩০) China 30 সর্বদাই একা বসে থাকতে ইচ্ছা করে। স্বপ্নদোষ কোষ্টকাঠিন্য,খিটখিটে মেজাজ। (নাক্সভমিকা ৩০) Nux vomica 30 দিনে ৪ বার সহবাস কামোদ্দীপক স্বপ্ন দেখে বীর্যপাত। সর্বদা বিমূর্ষ খিটখিটে ভাব স্মৃতিশক্তির অভাব। (স্টাফিসেগ্রিয়া ৬) Staphysagria 6 ৩/৪ বার সেব্য স্বপ্ন দপখে বীর্যপাত। কোনও ঔষধ এ উপকার না হলে সেলিনিয়াম এর কথা মনে রাখবেন। (সেলিনিয়াম ৩০) selenium 30 দিনে ৩/৪ বার সেব্য রাতে রতি বিষয়ক স্বপ্ন দেখে বীর্যপাত। কোমরে বেদনা, ভোর বেলা দুর্বলতা বোধ করে। (সার্সাপেরিলা ৬) Sarsaparilla 6 দিনে ৪/৫ বার সেব্য নিয়মিত হোমিওপ্যাথি ঔষধ সেবন করুন যুগ যুগ ধরে সু্স্থ্য থাকুন।

..........এস ডি সাইমন

3 comments:

Thanks comments