Header Ads

ব্রেকিং নিউজ

অপারেশন ছাড়াই ২টি পদ্ধতিতে কিডনির পাথর দূর করতে পারেন।


Health365tip
যারা পরিমানের চাইতে অনেক কম পানি পান করে, অনিয়মিত খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর খাবার  ইত্যাদির কারণে কিডনিতে পাথর হতে পারে। কিডনিতে পাথর হওয়ার জন্য বিশেষভাবে দায়ী অপরিমিত পানি পান। পানির সাথে আমাদের দেহের বাড়তি খনিজ মিশে ইউরিন ও ঘামের মাধ্যমে বের হয়ে যায়। কিন্তু পরিমিত  পানি পান না করলে সেই বাড়তি খনিজ পদার্থ কিডনিতেই রয়ে যায়, যাহা ধীরে ধীরে জমে থেকে শক্ত পাথরের মতো হয়। কিডনির পাথর দূর করার জন্য পরবর্তীতে ডাক্তারের স্মরনাপন্ন হতে  হয়।

কিন্তু আপনি খুব সহজে ঘরোয়া উপায়ে  কিডনির এই পাথর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
দু ধরনের পদ্ধতির মাধ্যমে কিডনি পাথর থেকে দূর করতে পারেন। শুনতে বেশ আশ্চর্য শোনালেও এটি সত্যি। কারণ প্রকৃতি আমাদের সব ধরণের রোগের ঔষধের ব্যবস্থা করে দিতে পারে।
 দুটি পানীয় তৈরির পদ্ধতি -

১>তরমুজ বিচির চা:

উপকরণঃ
তরমুজের বিচি ১ টেবিল চামচ
আধা লিটার পানি

পদ্ধতি:

তরমুজের বিচি ছেঁচে বা ভেঙে নিন।
তারপর একটি পাত্রে পানি ফুটতে দিন।
এরপর ফুটন্ত গরম পানি চুলা থেকে নামিয়ে এতে সাথে সাথেই ছেঁচে নেয়া তরমুজের বিচি দিয়ে দিন।
পানি স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন।
তারপর তা পান করুন।
দিনে ৩ বার খাবেন। এই পানীয় পান করলে কিডনিতে জমে থাকা খনিজ দূর হওয়া শুরু করে এবং পাথরের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।


২>সেলেরি বীজ চা

উপকরণ:

১ টেবিল চামচ সেলেরি বীজ (কুচি করে কাটা)
১ গ্লাস পানি

পদ্ধতি:

একটি পাত্রে ১গ্লাস পানি ফুটতে দিন।
এরপর ফুটন্ত গরম পানি চুলা থেকে নামিয়ে  সাথে সাথেই কুঁচি করে কাটা সেলেরি বীজ ফুটন্ত পানিতে দিয়ে রেখে দিন।
পানি স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন।
তারপর পানীয়টি পান করুন।
দিনে ১ বার খাবেন।এই পানীয়টি পান করুন সপ্তাহে ৩ দিন। এই পানীয় পান করলে কিডনিতে জমে থাকা খনিজ দূর হয়ে পাথরের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়।
         সতর্কতা: গর্ভবতী মহিলারা এই পানীয় পান করবেন না।

No comments

Thanks comments