শ্যানক্রয়েড একটি মারাত্মক যৌনরোগ!! জানতে পড়ুন।
Health365tip |
পুরুষদের যৌনাঙ্গে ব্যথাযুক্ত ঘা হওয়ার নামকে শ্যানক্রয়েড রোগ বলে। এটি খুবই যন্ত্রণা দায়ক একটি রোগ। শ্যানক্রয়েড রোগ একটি ছোঁয়াচে রোগ । যা যৌন সংঘর্ষের মাধ্যমে একজন থেকে আরেক জনের মধ্যে ছড়ায়।
শ্যানক্রয়েড রোগের লক্ষনঃ
১. একদিন থেকে ১৪দিনর মধ্যে ছোট গোটা দেখা দেয়।
২. এক দিনের মধ্যে এটি ঘা হয়ে যায়।
৩. ঘাটি ভীষণ যন্ত্রণা করে থাকে।
৪. ঘায়ের কিনারাগুলো অনিয়মিত বা এবড়ো-খেবড়ো দেখা যায়।
পুরুষের কোথায় হয়ঃ
১. প্রাথমিক পর্যায়ে লিঙ্গের মাথায় বেশি হয়ে থাকে।
২. লিঙ্গের মাথার পেছনের খাঁজ কাটা ভাঁজে হতে পারে।
৩. অনেক সময় দেখা যায় লিঙ্গের সম্পূর্ণ শরীরেও হয়ে থাকে।
৪. কোন কোন সময় লিঙ্গের মাথার ছিদ্রের মধ্যেও দেখা যায়।
চিকিৎসাঃ
প্রাপ্তবয়স্কদের
সাধারণত একক মাত্রায় মুখে অ্যাজিথ্রোমাইসিন অথবা মাংসপেশি অথবা আই ভি পথে একক মাত্রায় সেফট্রিয়াক্সন ২গ্রাম দিয়ে চিকিৎসা করা হয়। তবে কোন প্রকার লক্ষণ অনুভব করলে প্রথমে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
No comments
Thanks comments