Header Ads

ব্রেকিং নিউজ

প্রসব বেদনার সদৃশ হোমিওপ্যাথিক ঔষধাবলী।।


# প্রসববেদনার সহিত ক্রমাগত মলত্যাগ বা মুত্রত্যাগের ইচ্ছা > নাক্সভম ।
# প্রসববেদনার সহিত আক্ষেপ > বেলেডোনা, জেলসিমিয়াম, গ্লোনইন, হাইওসিয়েমাস, সিকেলি, ষ্ট্যামোনিয়াম, সিকুটা, কুপ্রাম ।
# মনে হইতে থাকে ছেলে যেন আড়াআড়িভাবে শুইয়া আছে > আর্ণিকা ।
# ব্যথা কোমরেই অধিক বোধ হইতে থাকে অথবা উরুদেশ পর্যন্ত ছুটিয়া যায় > ক্যালি – কার্ব ।
# ব্যথা বুক পর্যন্ত উঠিতে থাকে অথবা কুঁচকিতেই অধিক অনুভুত হয় > সিমিসিফুগা ।
# ব্যথায় চিৎকার করিতে থাকে, এবং গালাগালি দিতে থাকে > ক্যামোমিলা ।
# ব্যথা গলা অবধি উঠিতে থাকে, হাত-পা কাঁপিতে থাকে অথবা ব্যথা জরায়ু ছাড়িয়া মেরুদণ্ড বাহিয়া উপরে উঠিয়া যায় > জেলসিমিয়াম ।


# যত ব্যথা তত শীত ( কিম্বা অতিরিক্ত গরমবোধ ); জরায়ু শিথিল তথাপি বেগ নাই বা ব্যথা ক্রমাগত স্থান পরিবর্তন করিতে থাকিলে বা একেবারে জুড়াইয়া গেলে > পালসেটিলা ।
# অত্যন্ত গরমবোধ, জরায়ুর মুখ শিথিল তবুও সন্তান ভূমিষ্ঠ হয় না > সিকেলি ।
# ব্যথার সহিত শ্বাসকষ্ট ও বুকের মধ্যে চাপবোধ > লোবেলিয়া ।
# রক্তস্রাব ঘটিয়া প্রসববেদনা বাধাপ্রাপ্ত হইলে > চায়না ।
# জরায়ুর মুখ দৃঢ়বদ্ধ, ব্যথা হঠাৎ আসিয়া হঠাৎ ছাড়িয়া যাইতে থাকে > বেলেডোনা ।
# জরায়ুর মুখ দৃঢ়বদ্ধ, ব্যথা কোমরেই বেশী অনুভুত হইলে কিম্বা একেবারে জুড়াইয়া গেলে > কলোফাইলাম।
# প্রসবের পূর্বে বা পরে রক্তস্রাব > আর্ণিকা, বেলেডোনা, ক্যামোমিলা, চায়না, ইপিকাক, ফসফরাস ।
# প্রসবের পর ফুল না পড়িলে > আর্সেনিক, বেলেডোনা, ক্যান্থারিস, পালসেটিলা, স্যাবাইনা, সিকেলি, সিপিয়া ।
এস ডি সাইমন।
ডিএইচএমএস-১ম বর্ষ
(ফেডারেল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল)

No comments

Thanks comments